চাষাবাদ বাড়ায় বাড়তি ২ লাখ টন সার কিনবে সরকার
২৭ আগস্ট ২০২০ ১৮:৪৫
ঢাকা: করোনায় কৃষিতে মানুষের ঝোঁক বাড়ায় এবং নিবিড় ও সম্প্রসারিত চাষাবাদের প্রয়োজনে চলমান ২০২০-২১ অর্থবছরে রাসায়নিক সারের চাহিদা পুনর্নির্ধারণ করেছে সরকার। এতে অতিরিক্ত ১ লাখ টন ইউরিয়া ও ১ লাখ টন ডিএপি সার উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে জরুরিভিত্তিতে সংগ্রহ করা হবে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে কৃষি মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
এ অতিরিক্ত ইউরিয়া সার বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) এবং ডিএপি সার কৃষি মন্ত্রণালয় সংগ্রহ করবে। এ সার ফসল উৎপাদন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সহায়ক ভূমিকা পালন করবে।
এর আগে, চলমান ২০২০-২১ অর্থবছরে রাসায়নিক সারের চাহিদা নির্ধারণ করা হয়েছিল ইউরিয়া ২৪ লাখ ৫০ হাজার টন এবং ডিএপি ১৩ লাখ টন। এখন চাহিদা বেড়ে দাঁড়িয়েছে ইউরিয়া ২৫ লাখ ৫০ হাজার টন এবং ডিএপি ১৪ লাখ টন।
জানতে চাইলে কৃষি সচিব নাসিরুজ্জামান সারাবাংলাকে বলেন, ‘এবার বেশি পরিমাণ জমিতে আমন চাষ হওয়ার কথা। অতিরিক্ত জমিতে চাষ হবে বলে আমরা ধারণা করছি। এছাড়া ডিএপি সারের ব্যবহার এখন বেড়েছে। বোরোতে ডিএপি সার ব্যবহার করে কৃষক ভালো ফলন পেয়েছে। আউশের ক্ষেত্রেও একই অবস্থা। আমনেও আমরা ডিএপির ব্যবহার বাড়বে বলে ধারণা করছি। জেলাগুলো থেকেও অন্যবারের চেয়ে এবার সারের বেশি চাহিদা দেখানো হচ্ছে। তাই অতিরিক্ত ২ লাখ টন সার সংগ্রহ করার সিদ্ধান্ত হয়েছে।’