ইভ্যালির চেয়ারম্যান ও এমডি‘র ব্যাংক হিসাব জব্দ
২৮ আগস্ট ২০২০ ০০:৪৮
ঢাকা: প্রতারণার অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রাসেলের সব ব্যাংক হিসাব জব্দ (স্থগিত) করার নির্দেশ দিযেছে বাংলাদেশ ব্যাংক।
মানি লন্ডারিং প্রতিরোধ আইনে বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, ইভ্যালির চেয়ারম্যান ও এমডি‘র ব্যাংক হিসাব জব্দ করার জন্য বিএফআইইউ থেকে সব তফসিলি ব্যাংককে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে ইভ্যালির চেয়ারম্যান ও এমডির ব্যাংক হিসাবে সব ধরনের লেনদেন আগামী ৩০ দিনের জন্য স্থগিত রাখতে বলা হয়েছে।
ইভ্যালি ইভ্যালির এমডি ইভ্যালির চেয়ারম্যান প্রতারণার অভিযোগ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বাংলাদেশ ব্যাংক বিএফআইইউ ব্যাংক হিসাব জব্দ