Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারী বিচারকের সংখ্যা বাড়ানো হবে:প্রধান বিচারপতি


১০ মার্চ ২০১৮ ১৫:০১

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, ‘উচ্চ আদালতে অধিক সংখ্যক নারী বিচারপতি নিয়োগে আমরা সচেষ্ট থাকব। এ ছাড়া জেলা ও দায়রা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে আরও নারী বিচারক নিয়োগে সক্রীয়ভাবে বিবেচনা করা হবে।’

বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইন্সটিটিউশনে শনিবার (১০ মার্চ) বাংলাদেশ উইম্যান জাজ এসোসিয়েশন আয়োজিত প্রধান বিচারপতিকে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘জেলায় আবাসন বরাদ্দের ক্ষেত্রে নারী বিচারপতিদের অগ্রাধিকার দিতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ করছি।’

তিনি আরও বলেন, ‘একই পরিবারের স্বামী-স্ত্রী দুইজন বিচারক হলে তাদের কর্মস্থল একই জেলায় রাখার সর্বাত্মক চেষ্টা করা হবে। তবে সঙ্গত কারণে এটি করা সম্ভব না হলে পাশের জেলায় পদায়ন করা হবে।’

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী বলেন,  ‘বিচারাঙ্গনে যে নারীরা কাজ করছেন তাদের জন্য সুযোগ সুবিধার বিষয়টি প্রধান বিচারপতির দৃষ্টিতে আনতে চাই।’

তিনি বলেন, ‘সংবিধান অনুযায়ী গণতন্ত্র পদ্ধতিতে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বিচার বিভাগ, নির্বাহী বিভাগ ও আইন বিভাগের সমন্বিতভাবে কাজ করতে হবে।’

ড. শিরিন শারমিন চৌধুরী বলেন, ‘পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সুবিচার নিশ্চিত করতে আইনের যথাযথ প্রয়োগ এবং তার বাস্তবায়ন করতে হবে। নারীর প্রতি সহিংসতা রোধে বিচার বিভাগ দৃঢ় ভুমিকা রাখবে এটা আমার বিশ্বাস।’

এক বক্তব্যে উচ্চ আদালতে নারী বিচারপতি নিয়োগে ১০ শতাংশ কোটা সংরক্ষণের দাবি জানান কুমিল্লা জেলা জজ জেসমিন আরা বেগম।

বিজ্ঞাপন

সংগঠনের সভাপতি তানজিনা ইসমাইলের সভাপতিত্বে আরও বক্তব্য দেন— প্রধান বিচারপতির স্ত্রী সামিনা খালেক, সংগঠনটির উপদেষ্টা আপিল বিভাগের সাবেক বিচারপতি নাজমুন আরা সুলতানা, হাইকোর্ট বিভাগের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি জিনাত আরা, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নূরুন্নাহার ওসমানীসহ নারী বিচারকগণ।

সারাবাংলা/এজেডকে/আইজেকে

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর