Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬ শর্তে খুললো খাগড়াছড়ির পর্যটন কেন্দ্র


২৮ আগস্ট ২০২০ ১৪:২৯ | আপডেট: ২৮ আগস্ট ২০২০ ১৭:০০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাগড়াছড়ি: ৫ মাস পর খাগড়াছড়ির সব পর্যটন কেন্দ্র খুলে দেয়া হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) থেকে ৬ শর্তে সীমিত পরিসরে খুলে গেছে পর্যটন কেন্দ্রগুলো। খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পর্যটনকেন্দ্রে প্রবেশের জন্য পর্যটকদের মাস্ক পরা, হ্যান্ড স্যানিটাইজার/সাবান দিয়ে হাত জীবাণুমুক্ত করা, শারীরিক অসুস্থ অবস্থায় ভ্রমণ না করা, সামাজিক দূরত্ব বজায় রাখা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা পালন করা এবং পর্যটন মন্ত্রণালয়ের বিধান অনুসরণ করতে হবে।

প্রসঙ্গত, করোনা মহামারীর কারণে গত ১৮ মার্চ থেকে খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলার পর্যটন কেন্দ্রগুলোতে প্রবেশে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

বিজ্ঞাপন

খাগড়াছড়ি পর্যটন কেন্দ্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর