Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝিনাইদহে করোনায় আরও ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২২


২৮ আগস্ট ২০২০ ২০:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝিনাইদহ: জেলায় নতুন করে করোনাভাইরাসে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় জেলায় মোট ২৮ জনের মৃত্যু হলো।

এছাড়া শুক্রবার (২৮ আগস্ট) স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, নতুন করে জেলায় আক্রান্তের সংখ্যা ২২ জন। এ নিয়ে ঝিনাইদহে মোট আক্রান্তর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৫৮৪ জনে।

নতুন করে করোনায় মৃত ব্যক্তিরা হলেন- মহেশপুর পৌর এলাকার পোস্টঅফিস পাড়ার ইউনুস সিদ্দিকীর ছেলে ইসলামী এজেন্ট ব্যাংকের পরিচালক আব্দুল্লাহ আল আপন ও কালীগঞ্জ নির্বাচন অফিসের অফিস সহায়ক আলাইপুর গ্রামের সলেমান মোল্লার ছেলে বাবলুল করীম।

জানা যায়, মহেশপুর ইসলামী এজেন্ট ব্যাংকের পরিচালক আব্দুল্লাহ আল আপন করোনা উপসর্গ নিয়ে ঢাকায় ভাতিজার বিয়ের মার্কেট করতে যান। শুক্রবার ভোরে তার শ্বাসকষ্ট শুরু হলে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পর সকালে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এছাড়া কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের কর্মচারী বাবলুল করীমের করোনা রিপোর্ট পজিটিভ হলে তাকে ঝিনাইদহ অস্থায়ী করোনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।

এ নিয়ে করোনা উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে ঝিনাইদহে ৪৯ জনের লাশ দাফন করলো ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের গঠিত লাশ দাফন কমিটি। ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

২ জনের মৃত্যু করোনাভাইরাস স্বাস্থ্য বিভাগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর