Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেসবুকে প্রতারণা মামলায় ১৫ বিদেশি নাগরিক কারাগারে


২৮ আগস্ট ২০২০ ২০:২২

ঢাকা: রাজধানীর পল্লবীসহ বিভিন্ন স্থান থেকে ফেসবুকে প্রতারণার অভিযোগের মামলায় গ্রেফতার হওয়া ১৫ বিদেশি নাগরিককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীম এ আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক জিহাদ হোসেন আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

সেনা কর্মকর্তা সেজে ফেসবুকে প্রতারণা, ১৫ নাইজেরিয়ান গ্রেফতার

 

কারাগারে যাওয়া আসামিরা হলেন- এনজুবেচুকোউ এউগেন দারা (৩০), চুয়াউমা জন ওকেচুকোউ (৪০), উচেন্না দামিয়ান এমেইসিয়ানি (৩০), চিসম অ্যান্থনি একোয়েঞ্জি (৩৫), সাইমন ইফেচুকোউয়েদে ওকাফর (৩০), হেনরি ওসিতা ওকেচুকোউ (৩১), আইফিনয়ি জনপল চিনউইজে (৩২), ওকেকে পিটার (৩২), এমেকা দোনাতাস (৪৮), গোজি ওনইয়েদো (৪৭), পিটার চিকা আকপু (৪৮), ওবিন্না সানডে (৪০), এনওয়ান্না ইয়াং (৩৪), জেরেমিয়াহ চুকউদি এজেওবি (৩৪) ও স্টিফেন ওজিওমা ওবাইকোয়েজে (৩৪)।

গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাজধানীর পল্লবীসহ বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করে সিআইডি। এসময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৯টি ল্যাপটপ, ২২টি মোবাইল ও ৫টি হিসাবের ডায়েরি উদ্ধার করা হয়।

গ্রেফতার ফেসবুকে প্রতারণা বিদেশি নাগরিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর