Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিক রাহাত খানের মৃত্যুতে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শোক


২৯ আগস্ট ২০২০ ০৯:৫৬

ঢাকা: একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত সাংবাদিক ও কথাশিল্পী রাহাত খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শুক্রবার (২৮ আগস্ট) রাতে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ শোক প্রকাশ করেন। শোকবার্তায় ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘বাংলাদেশের সাংবাদিকতা জগতে রাহাত খান ছিলেন উজ্জ্বল নক্ষত্র। সারাটা জীবন সৎ এবং নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করে গেছেন। দেশের প্রধান সংবাদপত্রগুলোতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। শুধু সাংবাদিকতাই নয়, সাহিত্য সৃষ্টির ক্ষেত্রেও তিনি ছিলেন সফল। তার মতো এ রকম একজন সাংবাদিক ও সাহিত্যিকের মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হলো।’

বিজ্ঞাপন

শোক বার্তায় ডা. জাফরুল্লাহ চৌধুরী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে শুক্রবার রাত সাড়ে ৮টায় রাজধানীর ইস্কাটন গার্ডেনের বাসায় মৃত্যুবরণ করেন প্রবীণ সাংবাদিক রাহাত খান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। কিংবদন্তি এই সাংবাদিকের মৃত্যুতে প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী রাহাত খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর