Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোনারঙে ছেয়ে গেছে সবুজ পাহাড়


২৯ আগস্ট ২০২০ ১০:৪৭

পার্বত্যাঞ্চলের পাহাড়ি মানুষের জীবিকার আদিম ও প্রধান উৎস জুম চাষ। দেশের তিন পার্বত্য জেলা বান্দরবান, রাঙামাটি, ও খাগড়াছড়িতে জুম চাষ করা হয়। বর্ষায় জুমের পাহাড় ভরে ওঠে সবুজ ফসলে, সেগুলো পাকলে পাহাড়জুড়ে ছড়িয়ে পড়ে সোনারঙ। জানা গেছে, প্রায় ২০০ বছরের বেশি সময় ধরে পাহাড়ীরা বংশ পরম্পরায় জুমচাষের সঙ্গে জড়িত। জুমের উৎপাদিত ফসল দিয়ে সারাবছরে খাদ্যের জোগান নিশ্চিত করে পাহাড়িরা। সারাবছরের পরিশ্রম শেষে ফলানো ফসল দেখে মুখে হাসি ফোটে জুমিয়াদের। বান্দরবানের নীলগিরি যাওয়ার পথে পথে ছবিগুলো তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট শ্যামল নন্দী

বিজ্ঞাপন

ক্ষেত জুম পাহাড়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর