Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মালয়েশিয়ায় অবৈধভাবে ব্যবসার অভিযোগে ২৮ বাংলাদেশি আটক


১০ মার্চ ২০১৮ ১৬:০২

আন্তর্জাতিক ডেস্ক

মালয়েশিয়াতে অবৈধভাবে ব্যবসা পরিচালনার দায়ে ২৮ বাংলাদেশিকে আটক করেছে সে দেশের অভিবাসন বিভাগ। এ ব্যাপারে মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার-এর প্রতিবেদনে বলা হয়েছে, আটক বাংলাদেশিরা সেখানে অবৈধভাবে হোমস্টে (রাত্রিযাপন কেন্দ্র হিসেবে হোটেল ভাড়া দেওয়া) ব্যবসা করতো।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি মুস্তাফার আলি বলেন, আগে থেকে সেখানে অবৈধ ব্যবসার খবর পেয়ে বৃহস্পতিবার এক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

এরপর শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, আমরা অভিযান চালিয়ে দেখতে পাই সেখানে সাতটি কোম্পানি বিনা অনুমতিতে হোমস্টে ব্যবসা করছে।

‘বিদেশি নাগরিকরা সেখানে ২০টি ভবন ভাড়া নিয়ে অবৈধভাবে এ ব্যবসা চালিয়ে আসছিল। তারা ১৫০ মালয়েশিয়ান রিঙ্গিতেরও কমে সেগুলো ভাড়া নেয়। এ ছাড়া নগদ টাকায় তারা সব ধরণের লেনদেন করতো’ বলেও জানান তিনি।

আটক ব্যক্তিদের ভ্রমণের কোনো বৈধ কাজগপত্র নেই। আটকের সময় তাদের কাছ থেকে বিভিন্ন কাগজপত্র ও ২৯ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয় দ্য স্টারের প্রতিবেদনে।

সারাবাংলা/এমআই

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর