Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় ট্রেনেকাটা পড়ে যুবকের মৃত্যু


২৯ আগস্ট ২০২০ ১১:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়া: বগুড়া শহরের ১ নম্বর রেলগেটের কাছে ট্রেনেকাটা পড়ে অজ্ঞাত এক যুবক (৩০) মারা গেছে। পুলিশ জানায়, শুক্রবার (২৮ আগস্ট) দুুপুর সোয়া ১২টার দিকে সান্তাহারগামী দোলনচাঁপা ট্রেনটি রেলওয়ে স্টেশনে পৌঁছানোর আগে ১ নম্বর রেলগেটের কাছে এ ঘটনা ঘটে।

রেললাইন পার হওয়ার সময় ওই যুবকের মৃত্যু হয়, নাকি এটি আত্মহত্যা, সে বিষয়ে পুলিশ নিশ্চিত হতে পারেনি।

বগুড়া সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পরে রেলওয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। বিকাল পর্যন্ত নিহত যুবকের পরিচয় জানা যায়নি। তার পকেটে প্রায় ৩৪ হাজার টাকা ছিলো বলে পুলিশ জানিয়েছে। বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক রেজাউল করিম জানান, থানা ও রেলওয়ে পুলিশ তার পরিচয় নিশ্চিত করতে তৎপরতা চালাচ্ছে।

বিজ্ঞাপন

বগুড়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর