কোভিড-১৯: সরকারি বিধি নিষেধের বিরুদ্ধে ফুঁসে উঠেছে বার্লিন
২৯ আগস্ট ২০২০ ১৭:৪৮
বৈশ্বিক মহামারি কোভিড-১৯ মোকাবিলায় আরোপিত সরকারি বিধি নিষেধের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন জার্মানির রাজধানী বার্লিনের অধিবাসীরা। খবর ডয়চে ভেলে।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে শনিবার (২৯ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া ওই প্রতিবাদ কর্মসূচিতে অন্তত ১৮ হাজার মানুষ যোগ দিয়েছেন।
এদিকে, ওই বিক্ষোভে মূলত নেতৃত্ব দিচ্ছেন কট্টর ডানপন্থি রাজনৈতিক নেতারা। বিক্ষোভের কর্মসূচিকে কেন্দ্র করে কট্টর ডানপন্থি ও আন্দোলনবিরোধীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কার কথা জানিয়েছে ডয়চে ভেলে।
এর আগে, সরকারি বিধিনিষেধের বিরুদ্ধে দানা বাধা এই আন্দোলনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে স্থানীয় প্রশাসন। কিন্তু, কর্মসূচি শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে স্থানীয় একটি আদালত সেই নিষেধাজ্ঞার বিরুদ্ধে রায় দিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার বৈধতা ঘোষণা করেছেন।
অন্যদিকে, ল্যাটারাল ৭১১ নামে একটি কট্টর ডানপন্থিদের সংগঠন এই প্রতিবাদ সমাবেশে সাড়ে ২২ হাজার মানুষের নিবন্ধন সম্পন্ন করেছে।
তবে, ডয়েচে ভেলের স্থানীয় সংবাদদাতারা জানিয়েছেন, কট্টর ডান ও বামপন্থি নির্বেশেষে সকলকেই ওই জমায়েতে যোগ দিয়ে করোনা ভ্যাকসিনবিরোধী স্লোগান দিতে দেখা গেছে।