Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ক্ষমতায় থাকার আত্মগরিমা বেশি হয়ে গেলে অপশক্তি শক্তিশালী হবে’


২৯ আগস্ট ২০২০ ২২:২৯

চট্টগ্রাম ব্যুরো: সাধারণ মানুষের কাছ থেকে বিচ্যুত হয়ে যাওয়ার মতো কোনো কর্মকাণ্ড না করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেছেন, ক্ষমতায় থাকার আত্মগরিমা, আত্মগৌরব বেশি হয়ে গেলে অপশক্তি শক্তিশালী হবে।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে চট্টগ্রাম নগরীর চকবাজার থানা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে নওফেল বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ ‍মুজিবুর রহমান আমাদের সাধারণ মানুষের কাতারে মিশে রাজনীতি করার শিক্ষা দিয়ে গেছেন। জাতির পিতার পথ অনুসরণ করে আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আমাদের একই শিক্ষা দিচ্ছেন। তিনি চাইলে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে জাতির পিতা হত্যার দ্রুত বিচার করতে পারতেন। কিন্তু তিনি সেটা করেননি। একজন সাধারণ নাগরিক হত্যার বিচার যেভাবে হয়েছে, জাতির পিতা হত্যার বিচারও সেভাবেই হয়েছে। এর মাধ্যমে নেত্রী আমাদের শিক্ষা দিয়েছেন যে, আমরা যারা রাজনীতি করি, মন্ত্রী-এমপি, জনপ্রতিনিধি হই না কেন, আমরা সাধারণ মানুষের বাইরে কেউ নই।’

নওফেল নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আমরা এমন কোনো কাজ করবো না যাতে সাধারণ মানুষের কাছ থেকে বিচ্যুত হয়ে পড়ি। ক্ষমতায় থাকার আত্মগরিমা, আত্মগৌরব বেশি হয়ে গেলে যে অপশক্তি আমাদের ২১ বছর ক্ষমতায় আসতে দেয়নি তারাই শক্তিশালী হবে। বঙ্গবন্ধুর খুনিদের অনেকে এখনও বিদেশে আছেন। তাদের সঙ্গে বিএনপি-জামায়াতের নিবিড় যোগাযোগ আছে। তারা সবসময় ষড়যন্ত্র করে চলেছেন। আমরা যদি সাধারণ মানুষের কাছ থেকে দূরে সরে যাই, তাদের ষড়যন্ত্র আমরা কখনও প্রতিহত করতে পারব না।’

বিজ্ঞাপন

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘দলের ভেতরে শুদ্ধি প্রয়োজন। আপনার-আমার সবার আত্মশুদ্ধি প্রয়োজন। না হলে আমরা আরেকটি ট্র্যাজেডি ঠেকাতে পারব না।’

নগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও স্থগিত চসিক নির্বাচনে মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধু হত্যায় দণ্ডিত যেসব আসামি বিদেশে পালিয়ে আছে, তাদের ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক তৎপরতা জোরদার করার দাবি জানাচ্ছি। তাদের ফিরিয়ে এনে রায় কার্যকরের মধ্য দিয়ে এই জাতিকে অভিশাপমুক্ত করতে হবে।’

নগরীর কাতালগঞ্জে আনিকা কমিউনিটি সেন্টারে চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি সাহাব উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনছারুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, শ্রম সম্পাদক আবদুল আহাদ, উপ প্রচার সম্পাদক শহিদুল আলম, কার্যনির্বাহী সদস্য বখতিয়ার উদ্দিন খান, হাজী বেলাল আহমদ, নগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু বক্তৃতা করেন।

অপশক্তি আত্মগরিমা ক্ষমতা মুহিবুল হাসান চৌধুরী নওফেল শক্তিশালী শিক্ষাউপমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর