Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৫ আগস্টের নেপথ্য কুশীলবদের নাম রাষ্ট্রীয়ভাবে লিপিবদ্ধ করা দরকার


২৯ আগস্ট ২০২০ ২৩:৩২

ঢাকা: কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করে বাঙালির আত্মাকে হত্যা করতে চেয়েছিল দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা। সেই ষড়যন্ত্রকারীরা এখনও তৎপর। সেজন্য ১৫ আগস্টের হত্যার পেছনে যারা পরিকল্পনায় ছিলো, সেসব নেপথ্য কুশীলব, মৃত বা জীবিত যেই হোক, তাদের চেহারা উন্মোচন করা দরকার।

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে জাতীয় শোকদিবস ২০২০ উপলক্ষে গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। ‘হাসুমণির পাঠশালা’ আয়োজিত ‘আগস্ট এক অন্ধকার অধ্যায়’ শিরোনামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তৃতা অবলম্বনে এই গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

কৃষিমন্ত্রী বলেন, ‘এরইমধ্যে সেসব কুশীলবদের অনেকের চেহারা তাদের কথাবার্তা ও কর্মকাণ্ডের মাধ্যমে জাতির সামনে উন্মোচিত হয়েছে, পরিষ্কার হয়েছে। এখন একটি কমিশন গঠন করে রাষ্ট্রীয়ভাবে তাদের নাম লিপিবদ্ধ করা উচিত। লিপিবদ্ধ করে তাদের প্রকৃত চেহারা জাতির সামনে তুলে ধরতে হবে।’

১৫ আগস্ট কৃষিমন্ত্রী বঙ্গবন্ধুকে হত্যা

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর