Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৩ দফা দাবিতে গ্রামীণব্যাংক কর্মচারীদের অবস্থান কর্মসূচি


১০ মার্চ ২০১৮ ১৬:৩৮

 

স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট

ঢাকা: গ্রামীণ ব্যাংকে চাকরি স্থায়ীকরণসহ কর্মকর্তাদের অমানবিক আচরণ থেকে মুক্তি চায় গ্রামীণ ব্যাংকের চতুর্থ শ্রেণির কর্মচারীরা।

শনিবার (১০ মার্চ) সকালে চাকরি স্থায়ীকরণসহ ১৩ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে গ্রামীণ ব্যাংকের সারাদেশ থেকে আসা কয়েক শ কর্মচারী।

অবস্থান কর্মসূচিতে রফিকুল ইসলাম নামের এক কর্মচারী বলেন, ‘আমরা দীর্ঘদিন গ্রামীণ ব্যাংকে পিয়ন কাম নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করছি। নিয়োগ বিধিতে বলা ছিল, চাকরি শুরুর ৯ মাস পর স্থায়ী করা হবে। কিন্তু আমাদের ক্ষেত্রে এ বিধান মানা হচ্ছে না।’

‘গ্রামীণ ব্যাংক কর্মকর্তাদের হাতে হয়রানি, কারণ ছাড়াই কাজে যোগদানে বাধা, বিনা বিশ্রামে ২৪ ঘণ্টা ডিউটিসহ নানা ধরনের অমানবিক আচরণের শিকার হতে হচ্ছে। এমনকি কর্তৃপক্ষের ব্যক্তিগত বাজার, কাপড় ধোয়া, ছেলে-মেয়েদের স্কুলে নিয়ে যাওয়ার কাজও করতে হয়। এ ধরনের অত্যাচার থেকে মুক্তি ও নিয়োগবিধি অনুযায়ী চাকরি স্থায়ীকরণ চাই।’

গ্রামীণ ব্যাংকের চতুর্থ শ্রেণির কর্মচারী পরিষদের সভাপতি আজিজুল হক বাবুল বলেন, ‘চাকরি স্থায়ীকরণ, বাংলাদেশের শ্রম আইন ও গ্রামীণ ব্যাংকের নিয়মানুযায়ী বেতন, ভাতা, প্রভিডেন্ট ফান্ড ও পেনশনের দাবি জানাচ্ছি।’

অবস্থান কর্মসূচিতে বাসদ নেতা রাজেকুজ্জামান রতন বলেন, ‘গ্রামীণ ব্যাংক কর্মচারীদের কর্মঘণ্টা সুনির্দিষ্ট করে তাদের মজুরী ও বেতন বৈষম্য দূর করতে হবে। একই সঙ্গে তাদের চাকরি স্থায়ীকরণ করতে হবে।’

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক জোটের সভাপতি আবুল ওয়াহেদ, জাতীয় সমাজতান্ত্রিক ঐক্য পরিষদের সমন্বয়ক নাইমুল হাসান জুয়েল, গ্রামীণ ব্যাংকের চতুর্থ শ্রেণির কর্মচারীপরিষদের সহসভাপতি নয়ন, সাধারণ সম্পাদক মিন্টু ও ইরাদুল ইসলাম।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএমএইচ/এমএইচ/এমআই

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর