পাওয়ার টিলারের চাপায় সাইকেল আরোহী কিশোরের মৃত্যু
৩১ আগস্ট ২০২০ ০০:১১
নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ইট বহনকারী পাওয়ার টিলারের চাপায় এক সাইকেল আরোহী কিশোরের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় সাইকেলের পেছনে থাকা আরেক কিশোর গুরুতর আহত হয়েছে। তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চেয়ারম্যান ঘাট-সোনাপুর সড়কের সেন্টার বাজারের দক্ষিণ পাশে হাদী মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার শিকার দুই কিশোর সম্পর্কে মামাত-ফুপাত ভাই। তাদের মধ্যে নিহত মো. শাকিল উপজেলার চরবাটা ইউনিয়নের পশ্চিম চরবাটা গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। গুরুতর আহত মো. তাহসীন সজিব হাতিয়া উপজেলার চর নঙ্গোলিয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে। মামার বাড়িতে বেড়াতে এসেছিল কিশোরটি।
প্রত্যক্ষদর্শী সৈকত সরকারি কলেজের সহকারী অধ্যাপক মীজানুর রহমান জানান, বিকেল সাড়ে ৩টার দিকে শাকিল সাইকেলে তার ফুফাত ভাইকে নিয়ে স্থানীয় সেন্টার বাজার থেকে বাড়ি ফিরছিল। পথে নূরানী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ইট বহনকারী একটি পাওয়ার টিলার তাদের সাইকেলকে পেছন দিক থেকে চাপা দেয়। এতে শাকিল ঘটনাস্থলেই মারা যায়। তাহসীন সজিবকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এলাকাবাসী পরে পাওয়ার টিলারটি জব্দ করে এবং চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।
চর জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
কিশোরের মৃত্যু পাওয়ার টিলার পাওয়ার টিলারের ধাক্কা সড়ক দুর্ঘটনা সাইকেল আরোহী