Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিশরে সামরিক বাহিনীর জঙ্গিবিরোধী অভিযান, মৃত ৭০


৩১ আগস্ট ২০২০ ১৩:৫৯ | আপডেট: ৩১ আগস্ট ২০২০ ১৫:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিশরের উত্তরাঞ্চলীয় সিনাইয়ে ইসলামিক স্টেট (আইএস) অধ্যুষিত এলাকায় সম্প্রতি সামরিক বাহিনীর অভিযানে ৭০ জনেরও বেশি ‘জিহাদি’র মৃত্যু হয়েছে। খবর এএফপি।

মিশরের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, জুলাইয়ের ২২ তারিখ থেকে ৩০ আগস্টের মধ্যে ‘সন্ত্রাসীদের’ ঘরবাড়ি লক্ষ্য করে এ সামরিক অভিযান চালানো হয়। এতে উত্তর সিনাইয়ে ৭০ এর অধিক ‘জিহাদি’র মৃত্যু হয়।

বিস্তারিত উল্লেখ না করে বিবৃতিতে আরো জানানো হয়, সেখানে অভিযান চলাকালে সংঘর্ষে সামরিক বাহিনীর তিন কর্মকর্তা ও চার সৈন্যর মৃত্যু হয়েছে।

এর আগে, ২০১৮ সালের ফেব্রুয়ারিতে মিশরের নিরাপত্তা বাহিনী উত্তর সিনাইকে কেন্দ্র করে দেশব্যাপী জঙ্গি বিরোধী অভিযান শুরু করে।

বিজ্ঞাপন

সরকারি হিসাব অনুযায়ী, এ অঞ্চলে সামরিক অভিযানে ৯৩০ জনেরও বেশি সন্দেহভাজন জঙ্গির মৃত্যু হয়েছে। এসব অভিযানে নিরাপত্তা বাহিনীরও কয়েক ডজন সদস্য প্রাণ হারান।

প্রসঙ্গত, ওই অঞ্চলে সাংবাদিকদের প্রবেশের অনুমতি না থাকায় মৃতের সংখ্যা নিরপেক্ষভাবে যাচাই করার কোন সুযোগ নেই।

ইসলামিক স্টেট (আইএস) টপ নিউজ মিশর সিনাই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর