ঢাকা: রাজধানীর ধানমন্ডিতে ভবন থেকে লাফিয়ে পড়ে কারাকাইফ আনান (২৬) নামের এক যুবক আত্মহত্যা করেছে। সোমবার (৩১ আগস্ট) দুপুর দুইটার দিকে এই ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সোয়া তিনটার দিকে মৃত ঘোষণা করে।
আনানের চাচা ফিরোজ কবির জানান, আনান ধানমন্ডি সাত মসজিদ রোডে একটি ছয়তলা বাসার নিচ তলায় স্ত্রী ওয়ামিয়াকে নিয়ে থাকতো। আনানের বাবা আব্দুল গাফফার খান রাজধানীর ওয়ারীতে থাকে। আনান এবং ওয়ামিয়া সম্পর্কে আপন চাচাতো ভাইবোন। দুই বছর আগে তাদের বিয়ে হয়েছে।
ফিরোজ কবির আরও জানান, আনান বেসরকারি এক প্রতিষ্ঠানে চাকরি করলেও স্ত্রী ওয়ামিয়া সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করে। স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া লাগতো। আজও দুজন ঝগড়া করে। এক পর্যায়ে আনান বাসার ছয়তলার ছাদে গিয়ে নিচে লাফিয়ে পড়ে। পরে হাসপাতালে নিয়ে গেলে সে মারা যায়।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এছাড়া ঘটনাটি ধানমন্ডি থানায় অবহিত করা হয়েছে।