ঢাকা: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল সেনসিটিভ এক্সপার্ট বাই পেপসোডেন্ট প্রেজেন্টস ‘প্রথম এনডিএফবিডি-ডিডিসি ডিকিউএস ন্যাশনাল ডেনটাল ভার্চুয়াল ডিবেট ফেসটিভ্যাল-২০’-এর গ্রুপ পর্বের দ্বিতীয় দিনের ২৫টি বিতর্ক প্রতিযোগিতা।
গ্রুপ পর্বের বিতর্ক শেষে সর্বমোট আটটি দল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছে। এই দলগুলো হলো আরএমসিডিএউ বিজয়-৭১, এসবিএমসিডিএফ ৬৬, ডিডিসি ডিকিউএস অন্বেষণ, ডিএলএমসি মোলার, আরএমসিডিইউ ভাষা-৫২, ডিডিসি ডিকিউএস নক্ষত্র, ইউডিসি স্বাধীন এবং এসএইচএসএমসি অনির্বাণ।
সোমবার (৩১ শে আগস্ট) সেমিফাইনাল এবং ফাইনাল বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে পর্দা নামবে এই অনলাইন বিতর্ক মহাযজ্ঞের।
রাত ৯টা ১৫ মিনিটে ভার্চুয়ালি সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডেন্টাল প্রফেশনের অভিভাবক, ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ এবং বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. হুমায়ূন কবির বুলবুল।
সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর ডা. এস এম মোস্তানজিদ (সাবেক অধ্যক্ষ, কুষ্টিয়া মেডিকেল কলেজ ও প্রেসিডেন্ট বিএম এ কুষ্টিয়া এবং কাউন্সিলর ডিএমডিসি) এবং ডা. মো. মেহেদী নাওয়াজ, উপাধ্যক্ষ, খুলনা মেডিকেল কলেজ। এছাড়া অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন এ কে এম শোয়াইব, চেয়ারম্যান, এনডিএফ বিডি, ডা. সাইফ জাহান, ফাউন্ডিং মেম্বার অব ঢাকা ডেন্টাল কলেজ ডিবেটিং ও কুইজ সোসাইটি, মাহাবুব হাসান রিপন (অর্গানাইজিং সেক্রেটারি, এনডিএফ বিডি), ঢাকা ডেন্টাল কলেজ ডিবেটিং ও কুইজ সোসাইটির প্রেসিডেন্ট রকিবুল আলম ফরহাদ ও সাধারণ সম্পাদক শাহারিয়ার রহমান এবং নাহিদ ইসলাম (আহবায়ক, উচ্ছ্বাস)।