Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজনীতিবিদদের নামে ফেসবুকে আইডি খুলে প্রতারণা, যুবক গ্রেফতার


৩১ আগস্ট ২০২০ ১৯:২১

চট্টগ্রাম ব্যুরো: রাজনীতিবিদদের নামে ফেসবুকে ভূয়া আইডি খুলে প্রতারণার ফাঁদ তৈরির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। ওই যুবক ভুয়া জাতীয় পরিচয় পত্র ও জাল পাসপোর্ট তৈরি প্রতারক চক্রের সদস্য বলে জানিয়েছে র‌্যাব।

রোববার (৩০ আগস্ট) রাতে নগরীর পাঁচলাইশ থানার আতুরার ডিপো এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার মো. ফরহাদের (২৩) বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায়। চট্টগ্রাম নগরীর আতুরার ডিপো এলাকায় তার বাসা।

র‌্যাবের চট্টগ্রাম জোনের সহকারি পরিচালক এএসপি মাশকুর রহমান জানিয়েছেন, গ্রেফতার ফরহাদ বাণিজ্যমন্ত্রী টিপু মুনসী, ক্রিকেট বোর্ডের সভাপতি ও সাংসদ নাজমুল হাসান পাপন, প্রবীণ আওয়ামী লীগ নেতা আবুল হাসনাত আবদুল্লাহসহ অন্তত ১০ জন শীর্ষস্থানীয় রাজনীতিবিদের নামে ফেসবুকে আইডি তৈরি করে পরিচালনা করে। এসব আইডি ব্যবহার করে সে মানুষের সঙ্গে প্রতারণা করে।

এছাড়া গ্রেফতারের পর ফরহাদের মোবাইলে বিভিন্ন ব্যক্তির নামে তৈরি করা ভুয়া এনআইডি, বাংলাদেশি এবং ভারতীয় পাসপোর্টের কপি পাওয়া গেছে। তার বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা করা হয়েছে বলে এএসপি মাশকুর জানিয়েছেন।

চট্টগ্রাম রাজনীতিবিদদের নামে ফেসবুকে আইডি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর