Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জিয়াকে মরণোত্তর বিচারের মুখোমুখি করা সময়ের দাবি’


৩১ আগস্ট ২০২০ ২১:৪০

ঢাকা: যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট, ২০০৪ সালের ২১ আগস্ট এবং ২০০৫ সালের ১৭ আগস্ট একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়াউর রহমান জড়িত ছিলেন, যা আজ দিবালোকের মতো সত্য। তাই জিয়াউর রহমানকে মরণোত্তর বিচারের মুখোমুখি করা এখন সময়ের দাবি।

সোমবার (৩১ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে মাসব্যাপী দুঃস্থ, পথশিশু ও ভবঘুরে মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচির সমাপণী দিনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

যুবলীগের সাধারণ সম্পাদক বলেন, ‘জিয়ার পথ অনুসরণ করেই বেগম খালেদা এবং তারেক জিয়া ২১ আগস্ট নেত্রীসহ আওয়ামী লীগের সিনিয়র নেতাদের হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালায়। এখনও তারেক জিয়া বিদেশে বসে আমাদের নেত্রীকে হত্যার ষড়যন্ত্র করছে।’

মাইনুল হোসেন খান নিখিল আরও বলেন, ‘মানবতার কল্যাণে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষ্যে বঙ্গবন্ধুর নির্দেশে শেখ ফজলুল হক মনি যুবলীগ প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের সৌভাগ্য তারই ছেলে শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে মানবতার কল্যাণে যুবলীগ কাজ করছে। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে মানবিকতার সবোর্চ্চ ত্যাগ স্বীকার করতে যুবলীগের প্রতিটি কর্মীকে প্রস্তুত থাকতে হবে ‘

এসময় যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মামনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম সহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

মাসব্যাপী ‘কেন্দ্রীয় শহীদ মিনার ও পান্থকুঞ্জ পার্ক মাঠে’ পথশিশু ও ভবঘুরে মানুষের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচিতে দায়িত্বে ছিলেন- বাংলা‌দেশ আওয়ামী যুবলীগের সা‌বেক তথ্য ও যোগা‌যোগ প্রযু‌ক্তি বিষয়ক উপ-সম্পাদক মো. শামছুল আলম অনিক, এস এম জা‌বেদ হোসেন লাভলু, সফিউল আলম প্রধান কমল, মাহবুব আল গনি সোহেল, সেখ সালেহ উদ্দিন ড্যানিয়েল, আজিজুর রহমান, মাহমুদুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মোস্তাফিজুর রহমান, ড. আকরাম হোসেন মিথুন, ইব্রাহিম মিয়া, ড. রায়হান সরকার রিজভী, ডাকসুর সা‌বেক ক্রীড়া সম্পাদক শা‌কিল আহমেদ তানভীর, অ্যাডভোকেট মুক্তা আক্তার, শেখ রীমা, হুমায়ুন কবিরসহ অন্যরা।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে যুবলীগের উদ্যোগে ১ আগস্ট হতে ৩১ আগস্ট পর্যন্ত প্রতিদিন কেন্দ্রীয় শহীদ মিনার, পান্থপথ কুঞ্জ পার্ক মাঠ ও ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে অসহায়, দুঃস্থ, পথশিশু ও ভবঘুরে মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। গত ৩১ দিনে ২০ হাজার প্যাকেট খাবার বিতরণ করা হয়েছে। সারা দেশে যুবলীগের প্রতিটি ইউনিট এ কর্মসূচি পালন করেছে।

১৫ আগস্ট জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ড মাইনুল হোসেন খান যুবলীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর