বাংলাদেশের মুক্তিযুদ্ধে শক্ত ভূমিকা ছিল প্রণব মুখার্জির: নওফেল
৩১ আগস্ট ২০২০ ২১:৪০
চট্টগ্রাম ব্যুরো: উপমহাদেশের বরেণ্য রাজনীতিক, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনের সংসদ সদস্য শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের এই রাজনীতিকের অবদান গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন তিনি।
তিন সপ্তাহ ধরে দিল্লির আর্মি হসপিটাল রিসার্চ অ্যান্ড রেফারেলে চিকিৎসাধীন থাকার পর সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় জীবনাবসান ঘটেছে বর্ষীয়ান এই রাজনীতিকের। তার মৃত্যুতে ভারতের পাশাপাশি বাংলাদেশেও শোকের ছায়া নেমে এসেছে।
গণমাধ্যমে পাঠানো শোকবার্তায় প্রণব মুখার্জিকে ‘বাংলাদেশের অকৃত্রিম বন্ধু’ উল্লেখ করে উপমন্ত্রী নওফেল বলেন, ‘ইতিহাস পর্যালোচনায় আমরা জানতে পারি, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে প্রণব মুখার্জি রাজ্যসভায় বাংলাদেশ নিয়ে আলোচনার উদ্যোগ নেন। তিনি সেসময় বলেছিলেন, ভারতের উচিত বাংলাদেশের প্রবাসী মুজিবনগর সরকারকে অবিলম্বে স্বীকৃতি দেওয়া। একজন সদস্য জানতে চান, কীভাবে এই সমস্যার সমাধান হতে পারে। উত্তরে তিনি জানান, গণতান্ত্রিক ও সার্বভৌম বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমেই এর রাজনৈতিক সমাধান সম্ভব। রাজনৈতিক সমাধান মানে গণতান্ত্রিক ও সার্বভৌম বাংলাদেশকে বস্তুগত সহায়তা করা।’
‘সেদিন প্রণব মুখার্জি সে দেশের সংসদকে এটাও স্মরণ করিয়ে দিয়েছিলেন, বিশ্ব ইতিহাসে এ ধরনের ঘটনায় হস্তক্ষেপ করার বহু নজির আছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে ভারতের সংসদের ভেতরে ও বাইরে প্রণব মুখার্জি শক্ত ভূমিকা পালন করেছেন।’
নওফেল আরও বলেন, ‘ভারতের বিভিন্ন সরকারে পররাষ্ট্র, প্রতিরক্ষা, বাণিজ্য ও অর্থের মতো গুরুত্বপূর্ণ সব মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন প্রণব মুখার্জি। তিনিই ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি। রাজনৈতিক প্রজ্ঞা, জ্ঞান, দক্ষতা আর ত্যাগের মধ্য দিয়ে তিনি বিরোধী মত ও দর্শনের রাজনীতিকদের কাছ থেকেও শ্রদ্ধা আদায় করে নিয়েছেন, যা উপমহাদেশের ইতিহাসে অনেকটা বিরল। প্রণব মুখার্জির মহাপ্রয়াণে বাংলাদেশ একজন অকৃত্রিম বন্ধু হারালো।’
প্রণব মুখার্জির শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী নওফেল।
প্রণব মুখার্জি প্রণব মুখার্জির মৃত্যু মহিবুল হাসান চৌধুরী নওফেল শোক