হোল্ডিং ট্যাক্স আদায়ে ডিএনসিসির অভিযান শুরু, মাঠে মেয়র আতিক
১ সেপ্টেম্বর ২০২০ ১৪:১৯
ঢাকা: হোল্ডিং ট্যাক্স (গৃহকার) ও ব্যবসায়িক লাইসেন্সের ফি আদায়ে একযোগে বিশেষ চিরুনি অভিযানে নেমেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে মোহাম্মদপুরে শুরু হয় অভিযান।
অভিযানে ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম নিজে নেতৃত্ব দিচ্ছেন। এতে সহায়তা করছেন সংস্থাটির রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আবদুল হামিদ মিয়া ও করপোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।
অভিযানে দুপুর দেড়টা পর্যন্ত জরিমানা করা হয়েছে ৪ লাখ ৪০ হাজার টাকা। এর মধ্যে খাদ্যে ভেজাল দেওয়ায় শাহজানের বিস্কুট ফ্যাক্টরি নামের একটি প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই অভিযানে ট্রেড লাইসেন্স না থাকায় ইউসিবি ব্যাংককে ৩০ হাজার টাকা এবং অ্যালুমিনিয়াম বিল্ডার্স থেকে ১০ হাজার টাকা নগদ আদায় করা হয়।
শত কোটি টাকা হোল্ডিং ট্যাক্স বকেয়া, আদায়ে অভিযানে নামছে ডিএনসিসি
এ সময় মেয়র আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘এতোদিন যারা অনিয়মের মধ্যে দিয়ে ব্যবসা করে আসছেন এখন সময় এসেছে নিয়মের মধ্যে ফেরার। যদি কেউ এর ব্যত্য় ঘটায় তবে কোনো ছাড় নয়, এখন শুধু জরিমানা হবে। পরবর্তীতে আরও কঠোর অবস্থানে যাব আমরা।’