Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি নেতা দুলু ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ


১ সেপ্টেম্বর ২০২০ ১৫:৪৫

ঢাকা: সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে থাকা ৭ কোটি ৩৬ লাখ ৮৫ হাজার ৭৮৪ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানায়, সাবেক সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে টেন্ডারবাজি ও ব্যবসায়ীদের নিকট থেকে অবৈধ চাঁদা আদায়ের মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগ কমিশনে অনুসন্ধানাধীন ছিল।

দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. শফি উল্লাহ-এর অনুরোধে বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ ইউনিট তা জব্দ করেছে। কয়েকটি ব্যাংক হিসাবে থাকা রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিনের নামে থাকা ৭ কোটি ৩৬ লাখ ৮৫ হাজার ৭৮৪ টাকা জব্দ করা হয়েছে।

টপ নিউজ দুদক দুর্নীতি দমন কমিশন বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর