Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হলেন এস এম মুনীর


১ সেপ্টেম্বর ২০২০ ১৭:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও আওয়ামীপন্থী আইনজীবী এস এম মুনীরকে বাংলাদেশের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আইন মন্ত্রণালয়ের সলিসিটর রুনা নাহিদ আকতার সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রাষ্ট্রপতি দ্য বাংলাদেশ ল অফিসারস অর্ডার, ১৯৭২ (পিও নং ৬ অব ১৯৭২)-এর অনুচ্ছেদ ৩(২) অনুসারে প্রদত্ত ক্ষমতাবলে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম মুনীরকে বাংলাদেশের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করা হলো।’

উল্লেখ্য, ২০১৯ সালের ৭ জুলাই আইন মন্ত্রণালয়ের সলিসিটর শাখা ১০৫ জনকে সহকারী অ্যাটর্নি জেনারেল এবং একই বছরের ২১ জুলাই ৭০ জনকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগের প্রজ্ঞাপন জারি করে।

বিজ্ঞাপন

বতর্মানে আরও দুইজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল রয়েছেন।

অ্যাটর্নি জেনারেল এস এম মনীর