Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কর্মচারী হাসপাতালের জন্য বিদ্যুৎ বিভাগের ক্যানোলা ও মাস্ক প্রদান


১ সেপ্টেম্বর ২০২০ ১৭:২৬

ঢাকা: সরকারি হাসপাতালে বিতরণের জন্য ৬ শ এন-৯৫ মাস্ক হস্তান্তর করেছেন বিদ্যুৎ বিভাগ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ড. সুলতান আহমেদ জনপ্রসাশন সচিব শেখ ইউসুফ হারুনের কাছে এই মাস্ক হস্তান্তর করেন।

এসময় বিদ্যুৎ সচিব বলেন, ‘সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ-এর নেতৃত্বে ইতোপূর্বে আইইডিসিআর-এর কাছে ২৫ হাজার কিট এবং ৫০ হাজার পিপিই হস্তান্তর করা হয়েছে। আজ সরকারি কর্মচারী হাসপাতালের জন্য ৬ শ’টি এন-৯৫ মাস্ক ও ক্যানোলা সেট হস্তান্তর করা হলো। বরিশাল বিভাগে ইতোপূর্বে ১৪ সেট এইচএফএনসি হস্তান্তর করা হয়েছে। কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারী হাসপাতালের জন্যও ৫ শ’টি করে এন-৯৫ মাস্ক রাখা আছে।’

জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন বিদ্যুৎ বিভাগকে ধন্যবাদ দিয়ে বলেন, ‘৭২ বেড কোভিড সরকারি কর্মচারী হাসপাতালকে ৫০০ বেডে উন্নীত করার প্রক্রিয়া চলমান। এটি শুধু সরকারি কর্মচারীদের জন্যই নয়; সকলের জন্য উন্মুক্ত। চিকিৎসার মান খুবই উন্নত এবং চিকিৎসা খরচ নেই বলেলেই চলে।’

মাস্ক হস্তান্তরকালে বিদ্যুৎ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাস্ক সরকারি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর