Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চৌহালীতে ইউপি সদস্যের বাড়ি থেকে ভিজিডির ৪৭ বস্তা চাল উদ্ধার


১ সেপ্টেম্বর ২০২০ ২১:২২

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাসপুখুরিয়ায় ইউপি সদস্য জহুরা বেগমের বাড়ি থেকে ভিজিডির ৪৭ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। অভিযোগ উঠেছে, ভিজিডির চাল বিক্রির উদ্দেশ্যেই মজুদ করা হয়েছিল। উদ্ধারকৃত ১ হাজার ৪১০ কেজি চাল ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ সরকারের সহযোগিতায় মজুদ করা হয়েছিল বলে পুলিশের অভিযোগ।

চৌহালী উপজেলা প্রশাসন জানায়, চেয়ারম্যান আব্দুল মজিদ সরকারের সহযোগিতায় ভিজিডির ওই চালগুলো বিক্রির জন্য দক্ষিণ খাসপুখুরিয়া গ্রামের সংরক্ষিত নারী ইউপি সদস্য জহুরা বেগমের বাড়িতে মজুদ রাখা হয়েছিল। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার আফসানা ইয়াসমিনের নেতৃত্বে সোমবার (৩১ আগস্ট) রাতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ইউএনও ও পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই নারী ইউপি সদস্য পালিয়ে যান। পরে চালগুলো উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই এভাবে রিলিফের চাল বিক্রি করা হলেও নিষেধ করেনি চেয়ারম্যান। ভিজিডির চাল উদ্ধারের ঘটনায় চেয়ারম্যান দায় এড়াতে পারেন না।

এ ব্যাপারে খাসপুখুরিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ সরকার জানান, ‘উদ্ধারকৃত চালগুলো বিতরণের সময় আমার এখান থেকেই কেনা হয়েছিল। আমি বাধা দিলেও চাল মজুদকারীরা শোনেনি। এ কাজে আমি জড়িত নই।’

চৌহালী উপজেলা নির্বাহী অফিসার আফসানা ইয়াসমিন জানান, ‘আমরা জানা মাত্রই অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করেছি। চাল আত্মসাতের চেষ্টার ঘটনায় মামলা হয়েছে।

সিরাজগঞ্জের চৌহালী

বিজ্ঞাপন

চট্টগ্রামে আগুনে পুড়ল ৫ দোকান
২৩ নভেম্বর ২০২৪ ১২:৩৪

আরো

সম্পর্কিত খবর