চট্টগ্রামে গণপরিবহনে স্বাস্থ্যবিধির তোয়াক্কা নেই, ভাড়াও বাড়তি
১ সেপ্টেম্বর ২০২০ ২১:৩০
চট্টগ্রাম ব্যুরো: সারাদেশের মতো চট্টগ্রামেও আগের ভাড়ায় গণপরিবহন চলাচল শুরু হয়েছে। তবে নগরীর প্রায় সব রুটেই অধিকাংশ গণপরিবহনে আগের মতো বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া অধিকাংশ বাসেই গাদাগাদি করে যাত্রী পরিবহন করতে দেখা গেছে। স্বাস্থ্যবিধিরও তোয়াক্কা করতে দেখা যায়নি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) গণপরিবহনের সার্বিক চিত্র দেখতে নগরীর শাহ আমানত সেতু এলাকায় যান চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান। অতিরিক্ত ভাড়া নেওয়ায় এবং স্বাস্থ্যবিধি না মানায় বাসমালিককে জরিমানা করেন আলী হাসানের নেতৃত্বে পরিচালিত জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহনের জন্য গণপরিবহনে বাড়তি ভাড়া নির্ধারণ করেছিল সরকার। প্রায় চারমাস পর মঙ্গলবার থেকে আগের মতো ভাড়া আদায়ের নির্দেশনা দেয় সরকার। একইসঙ্গে গাড়িগুলোতে অতিরিক্ত যাত্রী পরিবহনও (আসন অনুযায়ী যাত্রী নেওয়া) নিষিদ্ধ করা হয়। নির্দেশনায় বলা হয়েছে, গাড়িচালক, সহকারী ও যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক। হ্যান্ড স্যানিটাইজার রাখারও নির্দেশনা ছিল। কিন্তু চট্টগ্রাম নগরের গণপরিবহনগুলোতে এসবের কোনো বালাই ছিল না।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসান সারাবাংলাকে বলেন, ‘চট্টগ্রাম থেকে পটিয়া, বাঁশখালী, আনোয়ারা উপজেলায় যাতায়াতকারী কয়েকটি বাসে বাড়তি ভাড়া নেওয়ার প্রমাণ পেয়েছি। হানিফ, বিলাসী, জনতা পরিবহনের কিছু যাত্রী সরাসরি অভিযোগ করেছেন। এসব বাসে স্বাস্থ্যবিধি মানার প্রমাণ পাওয়া যায়নি। এজন্য চারটি বাসকে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।’
সরেজমিনে দেখা গেছে, মঙ্গলবার সকালে অফিস শুরুর আগে এবং সন্ধ্যায় ছুটির পর নগরীর বিভিন্ন রুটে চলাচলরত বাস-মিনিবাসগুলোতে গাদাগাদি করে যাত্রী পরিবহন করা হচ্ছে। আবার বাসের জন্য অপেক্ষমাণ যাত্রীদের ভিড়ও দেখা গেছে। এসময় বাসে অনেক যাত্রীর মুখে মাস্ক দেখা যায়নি।
ইপিজেড মোড় থেকে নিউমার্কেট আসা একটি মিনিবাসের যাত্রী সুমন বিশ্বাস সারাবাংলাকে বলেন, ‘ভাড়া আগের মতো নিয়েছে। প্রথমদিকে বাসে উঠে সিট পাওয়া যায়নি। দাঁড়িয়ে এসেছি। বারিক বিল্ডিং মোড়ে আসার পর সিট পাওয়া গেছে।’
ম্যাজিস্ট্রেট আলী হাসান জানিয়েছেন, আগের মতো ভাড়া আদায়, অতিরিক্ত যাত্রী পরিবহন না করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে।
আগের ভাড়ায় গণপরিবহন গণপরিবহন চট্টগ্রাম চট্টগ্রাম ব্যুরো নগরীর সারাদেশের মতো