Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ‘উত্তরণ’ অ্যাপ উদ্বোধন


১ সেপ্টেম্বর ২০২০ ২১:৩৬

ঢাকা: নারী ও শিশুর প্রতি সহিংসতা কমানোর পাশাপশি সেবা কার্যক্রম জোরদার করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করল অনলাইন অ্যাপ ‘উত্তরণ’।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) অনলাইন এই প্লাটফর্মের উদ্বোধন করেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধকল্পে মন্ত্রণালয়ের মাল্টিসেক্টরাল প্রোগ্রাম প্রকল্পের উদ্যোগে এই অ্যাপটি তৈরি করা হয়েছে।

অ্যাপ ‘উত্তরণ’র উদ্বোধন করে প্রতিমন্ত্রী বলেন, ১৯৯৫ সালে বেইজিং ঘোষণার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ও ডেনমার্ক সরকারের যৌথ উদ্যোগে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ২০০০ সাল হতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রাম প্রকল্পটি বাস্তবায়ন করে আসছে। এ প্রকল্পের সহযোগী হিসেবে ১১টি মন্ত্রণালয় কাজ করছে।

ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, ‘এই অ্যাপ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বিভিন্ন সভা, সেমিনার, প্রশিক্ষণ এবং সচেতনতা কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে- সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বেসরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বিত উদ্যোগের মাধ্যমে নারী ও শিশুর প্রতি সহিংসতা কমানোর পাশাপশি সেবা কার্যক্রম জোরদার করা। এই প্রকল্পের আওতায় ১৩টি মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, ৪৭টি জেলা সদর হাসপাতাল এবং ২০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ান-স্টপ ক্রাইসিস সেল, ঢাকায় ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি, ন্যাশনাল ট্রমা কাউন্সেলিং সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল হেল্পলাইন সেন্টার (ন্যাশনাল টোল ফ্রি হেল্পলাইন ১০৯), জয় মোবাইল অ্যাপস ও ন্যাশনাল সেন্টার অন জেন্ডার বেইজড ভায়োলেন্স প্রতিষ্ঠা করা হয়েছে। রোহিঙ্গা নারী ও শিশুদের মনোসামাজিক কাউন্সেলিং প্রদানের জন্য কক্সবাজারের উখিয়ায় ১১টি রিজিওনাল ট্রমা কাউন্সেলিং সেন্টার স্থাপন করা হয়েছে। প্রকল্পের মাধ্যমে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা ২০১৮-২০৩০ বাস্তবায়ন করা হচ্ছে। এই প্রকল্পের ধারাবাহিকতায় ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদফতর প্রতিষ্ঠার কাজ চলমান আছে।’

বিজ্ঞাপন

অনলাইন প্লাটফর্মে যুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তব্যে ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এসট্রাপ পিটারসেন বলেন, ‘ডেনমার্ক সরকার ২০০০ সাল থেকে বাংলাদেশের সঙ্গে যৌথ উদ্যোগে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রাম বাস্তবায়ন করে আসছে।’

সভাপতির বক্তব্যে অতিরিক্ত সচিব ফরিদা পারভীন বলেন, ‘এই অনলাইন প্লাটফরমের মাধ্যমে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আমাদের জন্য একটা বিশেষ সুযোগ সম্ভাবনা তৈরি হলো।’

অ্যাপ উত্তরণ উদ্বোধন নারৗ ও শিশু নির্যাতন প্রতিরোধ ফজিলাতুন নেসা ইন্দিরা মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর