সোনারগাঁওয়ে করোনা প্রতিরোধের নামে ভেজাল ওষুধ তৈরি, আটক ৩
১ সেপ্টেম্বর ২০২০ ২২:০৬
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের সাদিপুর এলাকায় করোনাভাইরাস প্রতিরোধে ভেজাল ও মানহীন ওষুধ তৈরির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে র্যাব-১১। গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১১ ( সিপিএসসি) অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার (সিপিএসসি আদমজীনগর) মো. জসিম উদ্দীন চৌধুরীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— মো. নিজাম উদ্দিন (৩৯), মো. খাদেম হোসেন (৩০), মো. আমিনুল ইসলাম (১৮)। এ সময় কারখানায় তৈরি অবস্থায় ১৮০ গ্রাম ওজনের ১০২ জার ‘নিহারিকা মান্না’ পাউডার নামে ভেজাল ও মানহীন খাদ্যপণ্য উদ্ধার করা হয়।
পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় তারা দীর্ঘদিন ধরে সাদিপুর এলাকায় ছানোয়ারের বাসা ভাড়া নিয়ে ‘গ্লোবাল গেইন কনজুমার প্রোডাক্টস লিঃ’ নামে ফ্যাক্টরী চালায়। এই ফ্যাক্টরীতে ‘নিহারীকা’ ব্র্যান্ডের নাম দিয়ে করোনা রোগের ভেজাল ও মানহীন ওষুধ ‘নিহারিকা মান্না’ পাউডার উৎপাদন করে। এই ওষুধ তারা বাজারজাত করে। এই ওষুধ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।