Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোনারগাঁওয়ে করোনা প্রতিরোধের নামে ভেজাল ওষুধ তৈরি, আটক ৩


১ সেপ্টেম্বর ২০২০ ২২:০৬

নারায়ণগঞ্জ: নারায়ণগ‌ঞ্জের সোনারগাঁওয়ের সাদিপুর এলাকায় করোনাভাইরাস প্রতিরোধে ভেজাল ও মানহীন ওষুধ তৈরির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ ( সিপিএসসি) অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার (সিপিএসসি আদমজীনগর) মো. জসিম উদ্দীন চৌধুরীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন— মো. নিজাম উদ্দিন (৩৯), মো. খাদেম হোসেন (৩০), মো. আমিনুল ইসলাম (১৮)। এ সময় কারখানায় তৈরি অবস্থায় ১৮০ গ্রাম ওজনের ১০২ জার ‘নিহারিকা মান্না’ পাউডার নামে ভেজাল ও মানহীন খাদ্যপণ্য উদ্ধার করা হয়।

পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় তারা দীর্ঘদিন ধরে সাদিপুর এলাকায় ছানোয়ারের বাসা ভাড়া নিয়ে ‘গ্লোবাল গেইন কনজুমার প্রোডাক্টস লিঃ’ নামে ফ্যাক্টরী চালায়। এই ফ্যাক্টরীতে ‘নিহারীকা’ ব্র্যান্ডের নাম দিয়ে করোনা রোগের ভেজাল ও মানহীন ওষুধ ‘নিহারিকা মান্না’ পাউডার উৎপাদন করে। এই ওষুধ তারা বাজারজাত করে। এই ওষুধ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

নারায়ণগঞ্জ

বিজ্ঞাপন

ফের দাপট দেখালেন সাকিব
২৩ নভেম্বর ২০২৪ ২৩:০৪

আরো

সম্পর্কিত খবর