Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানের আলীকদ‌মে পাহাড় ধ‌সে নি‌খোঁজ ১


১ সেপ্টেম্বর ২০২০ ২২:২২ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২০ ২৩:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবান: বান্দরবা‌নের আলীকদ‌মে পাহাড় ধ‌সে প‌ড়ে একজন নি‌খোঁজ হয়েছেন। এই ঘটনায় একজন আহত হ‌য়ে‌ছেন। ‌নি‌খোঁজ ব্য‌ক্তির নাম মো. রু‌বেল। তিনি আলীকদ‌মের বা‌সিন্দা। মঙ্গলবার (১ সে‌প্টেম্বর) বিকাল ৪টার ‌দি‌কে এ ঘটনা ঘ‌টে।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, চারজন ব্য‌ক্তি পাহাড়ে বাঁশ কাট‌তে যায়। এসময় হঠাৎ পাহা‌ড়ের মা‌টির এক‌টি বড় অংশ ভেঙ্গে পড়লে ৪জ‌নের ম‌ধ্যে ২জ‌ন নিচে পড়ে যায়। এ‌তে রু‌বেল না‌মে একজন ব্যক্তি নি‌খোঁজ হন। এ ছাড়া আহত হয় আ‌রো ১জন। আহত‌কে আলীকদম স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি করা‌নো হ‌য়ে‌ছে।

লামা সা‌র্কেল এর অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার মো. রেজওয়ানুল ইসলাম জানান, চারজন ব্য‌ক্তি বাঁশ কাট‌তে পাহা‌ড়ে গে‌লে দুইজ‌নের ওপর পাহাড় ধ‌সে প‌ড়ে। এঘটনায় একজন নি‌খোঁজ আ‌ছে। তা‌কে উদ্ধা‌রের জন্য পু‌লিশ ও ফায়ার সা‌র্ভিস ঘটনাস্থ‌লে গে‌ছেন। আহত‌কে আলীকদম স্বাস্থ্য ক‌ম‌প্লে‌ক্সে ভ‌র্তি করা‌নো হ‌য়ে‌ছে ব‌লেও জানান তি‌নি।

বিজ্ঞাপন

বান্দরবান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর