Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজস্ব আদায়ে ডিএনসিসির চিরুনি অভিযান, সাড়ে ৫ লাখ টাকা জরিমানা


২ সেপ্টেম্বর ২০২০ ০৯:২৬

ঢাকা: রাজস্ব আদায়ের লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিশেষ চিরুনি অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনভর চলা অভিযানে এসব জরিমানা করা হয়। অভিযান উদ্বোধন করেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

উদ্বোধনকালে মেয়র বলেন, ‘চিরুনি অভিযানে আমরা ডোর টু ডোর যাব। এখানে বাসাবাড়ি থাকবে, অফিস-আদালত থাকবে, ব্যবসা প্রতিষ্ঠান থাকবে। এ অভিযানের মাধ্যমে আমরা রাজস্বের পরিধি বাড়াবো, ট্যাক্সের পরিমাণ বাড়াবো না। সবাই যাতে বাসায় বসে ট্যাক্স দিতে পারে। আমরা অটোমেশনে যাব। আগামী ১ জানুয়ারি থেকে অনলাইনে ট্যাক্স নেওয়া শুরু হবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘এ বছর ৪০০ কোটি টাকা হোল্ডিং ট্যাক্স এবং ১০০ কোটি টাকা ট্রেড লাইসেন্স থেকে আয়ের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে।’

আবাসিক এলাকায় স্থাপিত ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে মেয়র বলেন, ‘আমাদের অনেক আবাসিক এলাকা আছে যেখানে নিচতলায় দোকান করা হয়েছে। এ জন্য আগামী সপ্তাহে আমি রাজউককে আমার অফিসে আসতে বলব। কীভাবে আবাসিক ভবনে ব্যবসা চালানো হচ্ছে? যেহেতু এটা আবাসিক এলাকা আমরা ট্রেড লাইসেন্স দিতে পারি না। আবাসিক এলাকায় সিটি করপোরেশনের ক্ষমতা নেই ট্রেড লাইসেন্স দেওয়ার। কিন্তু এখানে ব্যবসা করছে। এটির একটি বিহীত করা দরকার।’

আতিকুল ইসলাম বলেন, ‘ঢাকা শহরে অনেক বড়বড় বিলবোর্ড, সাইনবোর্ড অবৈধভাবে স্থাপন করা হয়েছে। এগুলো সম্পূর্ণ বেআইনি। যারা এরকম করেছেন তাদের ট্যাক্সের আওতায় আনতে হবে।’ যারা অবৈধভাবে সাইনবোর্ড, বিলবোর্ড স্থাপন করছে তিনি তাদেরকে এরকম কাজ থেকে বিরত থাকার আহবান জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এ শহর আমাদের সকলের। এখানে ব্যবসা করতে হলে নির্ধারিত হারে ট্যাক্স দিতে হবে। যারা হোল্ডিং ট্যাক্স দিচ্ছেন না, তাদেরকে ট্যাক্সের আওতায় আনার জন্য এ চিরুনি অভিযান পরিচালনা করা হচ্ছে।’

উদ্বোধনের পরে মেয়র বছিলায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক, সুপার শপ, আবাসিক ভবন ইত্যাদি পরিদর্শন করেন। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স না থাকা, সড়কে মালামাল রাখা, অবৈধভাবে বিজ্ঞাপন প্রচার ইত্যাদি অপরাধে মোট ৫ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবদুল হামিদ মিয়া, ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসিফ আহমেদ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আর্থিক স্বনির্ভরতা অর্জন করে নাগরিক সেবা ও উন্নয়ন কর্মকাণ্ড জনগণের দোরগোড়ায় পৌছানোর লক্ষ্যে করের হার না বাড়িয়ে করের পরিধি বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করেছে ডিএনসিসি। এ লক্ষ্যে মাসব্যাপী চিরুনি অভিযান শুরু হয়েছে।

আতিকুল ইসলাম চিরুনি অভিযান ডিএনসিসি মেয়র রাজস্ব আদায়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর