Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহামারি পরবর্তী রাষ্ট্র পরিচালনা নিয়ে জাতিসংঘ সম্মেলন


২ সেপ্টেম্বর ২০২০ ১৫:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৈশ্বিক মহামারি কোভিড-১৯ পরবর্তী ভবিষ্যত রাষ্ট্র পরিচালনা ব্যবস্থা ঠিক করতে বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে আলোচনার জন্য সেপ্টেম্বরের ২৪ তারিখ ভিডিও কনফারেন্স আয়োজন করতে যাচ্ছে জাতিসংঘ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) বর্তমান প্রেসিডেন্ট নাইজারের রাষ্ট্রদূত আবদু আবারি।

চলতি মাসের নিরাপত্তা পরিষদের কর্মসূচি উপস্থানকালে তিনি সাংবাদিকদের বলেন, জাতিসংঘ শীর্ষ সম্মেলনে করোনাত্তোর বৈশ্বিক রাষ্ট্র পরিচালনার সঙ্গে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার সম্পর্ক নিয়ে বিতর্ক হবে।

ওই অধিবেশনটি জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক সম্মেলনের সময়ে অনুষ্ঠিত হবে। এবারে করোনা মহামারির কারণে সাধারণ পরিষদের সম্মেলন মূলত ভিডিও কনফারেন্সের মাধ্যমে হবে।

বিজ্ঞাপন

এদিকে, নাইজারের প্রেসিডেন্ট মোহামাদু ইউসুফু শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করবেন এবং জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও আফ্রিকান ইউনিয়ন চেয়ারম্যান মুসা ফাকি মোহামাত এতে অংশ নেবেন বলে রাষ্ট্রদূত জানান।

অ্যান্তোনিও গুতেরেস জাতিসংঘ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি) টপ নিউজ নাইজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর