ভৈরবের দুটি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত হয়নি
২ সেপ্টেম্বর ২০২০ ১৮:২৫
ভৈরব: ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে ঘোষিত শোক দিবসে ভৈরবের দুটি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়নি। জেলার কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদ কার্যালয় ভবন এবং শম্ভূপুর দারুছুন্নাত নেছারিয়া দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
বুধবার (২ সেপ্টেম্বর) প্রণব মুখার্জির মৃত্যুতে বাংলাদেশ সরকার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সারাদেশের সরকারি-বেসরকারি, সায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করার ঘোষণা দিয়েছিল। কিন্তু ভৈরবের এই দুটি প্রতিষ্ঠানে এই নির্দেশ পালন করা হয়নি।
কালিকাপ্রসাদ ইউপি চেয়ারম্যান ও ইউপি আওয়ামীলীগ সভাপতি ফারুক মিয়া ভুল স্বীকার করে সাংবাদিকদেরকে সংবাদ প্রকাশ না করতে অনুরোধ করেন। শুধু অজই নয়, এর আগেও ইউনিয়ন কার্যালয়ে জাতীয় শোক দিবস ও শহীদ আইভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষেও ইউনিয়ন কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়নি। এবারের শোক দিবসের কোন কর্মসূচীও পালন করা হয়নি বলে স্থানীয় আওয়ামী লীগের একাংশের নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
শম্ভুপুর মাদ্রাসার অধ্যক্ষ মাসুদ খন্দকারের জানান, আজকের রাষ্ট্রীয় শোক সম্পর্কে তিনি জানতেন না।