Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ইউএনও ওয়াহিদার ওপর হামলার ঘটনার জট শিগগিরই খুলবে’


৩ সেপ্টেম্বর ২০২০ ১৮:২১

ঢাকা: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের ওপরে হামলার ঘটনার জট শিগগিরই খুলবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এ ঘটনা কে বা কারা ঘটিয়েছে তা পুলিশ খুঁজে বের করতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ের নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘গুরুতর আহত ইউএনওকে ঢাকা নিয়ে আসা হয়েছে। আর রংপুরে চিকিৎসাধীন তার বাবারও জ্ঞান ফিরেছে।’

এসময় উপস্থিত থেকে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন বলেন, ‘এই ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।’

উল্লেখ্য, বুধবার রাতে রংপুর ঘোড়াঘাটে ইউএনওর সরকারি বাসভবনের ভেন্টিলেটর কেটে দুর্বৃত্তরা তার শোবার ঘরে ঢোকে। এসময় তারা বাসভবনের প্রহরীকে কক্ষে তালা দিয়ে আটকে রেখে ইউএনও ও তার বাবাকে কুপিয়ে জখম করে।

আরও পড়ুন:
অপারেশন কিংবা বিদেশ নেওয়ার মতো অবস্থায় নেই ইউএনও ওয়াহিদা
গভীররাতে কুপিয়ে জখম, হেলিকপ্টারে ঢাকায় আনা হলো ইউএনও ওয়াহিদাকে

ঘোড়াঘাট উপজেলা জনপ্রশাসন প্রতিমন্ত্রী টপ নিউজ নির্বাহী কর্মকর্তা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর