Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন দূত এম শহীদুল ইসলাম


৩ সেপ্টেম্বর ২০২০ ১৯:৩১

ঢাকা: রাষ্ট্রদূত এম শহীদুল ইসলামকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন দূত হিসেবে মনোনীত করেছে সরকার।

তিনি বর্তমানে বহুপাক্ষীয় আঞ্চলিক সংস্থা বিমসটেক’র (বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিকাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন) মহাসচিবের দায়িত্ব পালন করছেন। খুব শিগগির তিনি নতুন দায়িত্বে যোগ দেবেন বলে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অভিজ্ঞ কূটনীতিক এম শহীদুল ইসলাম ১৯৮৫ সালে বিসিএস ক্যাডারে যোগ দেওয়ার মধ্যদিয়ে কূটনৈতিক পেশায় যুক্ত হন। পেশাগত জীবনে বাংলাদেশের পক্ষে দক্ষিণ কোরিয়া এবং ফ্রান্সে তিনি রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন। এ ছাড়াও তিনি কলকাতা, জেনেভা এবং ওয়াসিংটন ডিসির বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

এম শহীদুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। দাম্পত্য জীবনে তিনি দুই সন্তানের পিতা।

এম শহীদুল ইসলাম বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর