ফারইস্ট ফাইন্যান্সের চেয়ারম্যান ও পরিচালককে বিএসইসি‘র জরিমানা
৩ সেপ্টেম্বর ২০২০ ২৩:৫২
ঢাকা: ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের চেয়ারম্যান এম এ খালেক ও পরিচালক রুবাইয়াত খালেদকে ১৫ লাখ টাকা জরিমানা করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। পূর্ব ঘোষণা ছাড়াই শেয়ার বিক্রি করায় তাদের এই জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিএসইসি’র চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক কমিশন সভায় এ জরিমানা করা হয়।
কমিশন সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এম এ খালেক ৩২ লাখ ৮১ হাজার ২৬৬টি এবং রুবাইয়াত খালেদ ২৬ হাজার ৭৭৭টি শেয়ার আগে থেকে কোনো ঘোষণা ছাড়াই বিক্রি করেছেন। এর মাধ্যমে তারা কমিশনের নির্দেশনা বং সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ বিধিমালা ভঙ্গ করেছেন।
সিকিউরিটিজ বিধিমালা ভঙ্গ করার অপরাধে এম এ খালেককে ১০ লাখ টাকা এবং রুবাইয়াত খালেদকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে জরিমানার টাকা পরিশোধ না করা পর্যন্ত তাদের বিও হিসাব ফ্রিজ করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।
চেয়ারম্যান এম এ খালেক জরিমানা পরিচালক রুবাইয়াত খালেদ ফারইস্ট ফাইন্যান্স বিএসইসি