গাইবান্ধায় শিশু রাফসান হত্যায় ৩ আসামির যাবজ্জীবন
৪ সেপ্টেম্বর ২০২০ ১০:৫৩
গাইবান্ধা: গাইবান্ধায় শিশু রাফসান সানি হত্যার দায়ে তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। ঘটনার প্রায় ছয় বছর পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা পৌনে বারোটার দিকে গাইবান্ধা জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন।
গাইবান্ধা জজ আদালতের পিপি শফিকুল ইসলাম জানান, ২০১৪ সালের ২১ জানুয়ারি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রোয়াগ্রামের মেজবাহুল ইসলামের তিন বছরের শিশুপুত্র রাফসান সানি সকালে খেলাধুলার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। এতে সন্দেহবশত কয়েকজন প্রতিবেশির বিরুদ্ধে অভিযোগ দেন নিখোঁজ রাফসানের বাবা।
এ ঘটনায় পুলিশ মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে ওই গ্রামের মাহফুজার রহমান, সালজার হোসেন ও মুফিদুল ইসলাম নামে তিনজনকে আটক করে। পরে আটককৃতদের স্বীকারোক্তীতে মুফিদুলের বাড়ি থেকে শিশু রাফসানের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
আসামিরা ১৬৪ ধারায় জবানবন্দিতে জানায়, মুক্তিপণের উদ্দেশ্যে শিশু রাফসানকে অপহরণ করা হয়েছিল। কিন্তু অতিরিক্ত কান্নাকাটি করতে থাকায় তাকে হত্যা করা হয়।