Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রলীগ নেতা বিজয় হত্যা: প্রধান আসামি জিহাদ গ্রেফতার


৪ সেপ্টেম্বর ২০২০ ১৪:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জ: জেলা ছাত্রলীগের সহসম্পাদক এনামুল হক বিজয় হত্যা মামলার প্রধান আসামি জেলা ছাত্রলীগের বহিস্কৃত ১নং সাংগঠনিক সম্পাদক শিহাব আহমেদ জিহাদকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর রাতে সিরাজগঞ্জ রোড গোলচত্বর এলাকা থেকে শিহাব আহমেদ জিহাদকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। সে সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ারধান গড়া মহল্লার শামীম আহম্মেদের ছেলে।

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ছাত্রলীগ নেতা বিজয় হত্যা মামলার প্রধান আসামি শিহাব আহমেদ জিহাদ। হত্যাকাণ্ডের পর থেকে সে পলাতক ছিলো। শুক্রবার ভোর রাতে তাকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২৬ জুন জেলা ছাত্রলীগ আয়োজিত প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের স্মরণসভা ও দোয়া মাহফিলে যোগদানের পথে জেলা শহরের বাজার স্টেশন এলাকায় জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ও কামারখন্দ সরকারি হাজি কোরপ আলী ডিগ্রি কলেজ শাখার সভাপতি এনামুল হক বিজয়কে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯দিন পর মারা যান বিজয়।

ছাত্রলীগ বহিস্কৃত বিজয় হত্যা শিহাব আহমেদ জিহাদ