Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাবার সঙ্গে নামাজ পড়তে গিয়ে প্রাণহীন দগ্ধ শরীরে ফিরল জুবায়ের


৫ সেপ্টেম্বর ২০২০ ০২:১৩ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২০ ০২:১৫

ঢাকা: প্রতিদিনের মতো বাবার সঙ্গে নামাজ পড়তে গিয়েছিল জুবায়ের (৬)। কিন্তু আজ সে হাসিমুখে বাসায় ফেরেনি। মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে আজ তার হাসিমুখে ফেরা হলো না। নিস্তেজ প্রাণহীন শরীরে জুবায়ের ফিরল বাড়িতে।

বিস্ফোরণের পর বাবা-ছেলেক ভর্তি করা হয়েছিল শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় জুবায়েরের মৃত্যু হয়। তবে তার বাবা জুলহাস এখনও সেখানে ভর্তি আছেন। ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন তথ্যটি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

মৃত জুবায়েরের মা রহিমা বেগম জানায়, তাদের বাসা নারায়ণগঞ্জের পশ্চিম তল্লায়। জুবায়েরের বাবা জুলহাস স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করে। জুবায়ের এলাকার মডেল একাডেমিতে প্লে-শ্রেণিতে পড়তো। বাবার সঙ্গে সে মসজিদে নামাজ পড়তে গিয়েছিল।

রহিমা বেগম বলেন, ‘লোক মারফত খবর পাই যে, মসজিদে আগুন লাগছে। খবর পেয়ে মসজিদে ছুটে যাই। পরে জানতে পারি বাবা-ছেলেকে হাসপাতালে নিয়ে গেছে। পরে হাসপাতালে আসি।’

মৃত জুবায়েরের চাচা মৃতদেহ শনাক্ত করেন। তিনি জানান, তাদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার রাঙ্গাবালিয়া উপজেলায়।

এর আগে শুক্রবার রাত সাড়ে আটটার দিতে নারায়ণগঞ্জের তল্লারবাগ বাইতুর মামুর মসজিদে এসি বিস্ফোরণে ৩৭ জন দগ্ধ হয়। আহতদের মধ্যে ৩২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাদের মধ্যে কয়েকজনকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া আছে।

এসি বিস্ফোরণ জুবায়ের টপ নিউজ নারায়ণগঞ্জ প্রাণহীন দগ্ধ শরীর মৃত্যু

বিজ্ঞাপন

এসএসসি পরীক্ষা শুরু
১০ এপ্রিল ২০২৫ ১১:০৩

আরো

সম্পর্কিত খবর