Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ হলো তিন শিক্ষার্থীর


৫ সেপ্টেম্বর ২০২০ ১৫:১১

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে তিন স্কুল শিক্ষার্থী বাল্যবিয়ে বন্ধ হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) বিকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ বাল্যবিয়েগুলো বন্ধ করেন বেলকুটি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাল্যবিয়ে বন্ধ করা হয়। তিনটি বিয়েতেই কনে অপ্রাপ্তবয়স্ক। বাল্যবিয়েগুলো বন্ধ করে প্রত্যেক কনের বাবার কাছ থেকে কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে মুচলেকা নেয়া হয়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বর ও কনের অভিভাবকদের কাছ থেকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বাল্যবিয়ে বন্ধে সহযোগিতা করেন পেশকার মো. হাফিজ উদ্দিন, বেলকুচি থানা পুলিশের সদস্যবৃন্দ, আনসার সদস্যবৃন্দ ও গ্রাম পুলিশের সদস্যরা।

বাল্যবিয়ে সিরাজগঞ্জ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর