Sunday 25 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুক্তিযোদ্ধা আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে বিরোধী দলীয় নেতার শোক


৫ সেপ্টেম্বর ২০২০ ১৫:৩৮ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২০ ১৫:৪০

ঢাকা: সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদ লীয় নেতা রওশন এরশাদ।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় আবু ওসমান চৌধুরী মারা যান। প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি।

সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী আর নেই

শোকবার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, ‘মুক্তিযুদ্ধ চলাকালীন আবু ওসমান চৌধুরী পাকিস্তান সেনাবাহিনীর মেজর হিসেবে কুষ্টিয়ায় কর্মরত ছিলেন। অপারেশন সার্চলাইটের সংবাদ পেয়ে ২৬ মার্চ সকালে তিনি চুয়াডাঙ্গায় ঘাঁটিতে পৌঁছে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং মুক্তিযুদ্ধে সসৈন্যে যোগ দান করেন। এ বীর সেনানীর মৃত্যুতে জাতি হারালো প্রকৃত দেশ প্রেমিককে। তার মতো বীরের মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।’

বিরোধীদলীয় নেতা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ।

আবু ওসমান চৌধুরী বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ সেক্টর কমান্ডার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর