আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে স্পিকারের শোক
৫ সেপ্টেম্বর ২০২০ ১৫:৩৬
ঢাকা: স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।
স্পিকার এক বার্তায় আবু ওসমান চৌধুরীর রুহের মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এ সময় স্পিকার মহান মুক্তিযুদ্ধে তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
উল্লেখ্য, শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচে) তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘ দিন ধরেই নানা রোগে ভুগছিলেন। গত ৩০ আগস্ট তাকে সিএমএইচে ভর্তি করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
মুক্তিযুদ্ধে ৮ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ও চাঁদপুর জেলা পরিষদের সাবেক প্রশাসক লেফটেন্যান্ট কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি এবং হুইপবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।