Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় ৩৫ জনের মৃত্যু, শনাক্ত ১,৯৫০


৫ সেপ্টেম্বর ২০২০ ১৬:৪২

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৫০ জন। আর একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন আরও ১ হাজার ৬৬১ জন।

গত ২৪ ঘণ্টার এই পরিসংখ্যান মিলিয়ে দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ৪ হাজার ৪৪৭ জন। এ পর্যন্ত মোট শনাক্ত হলেন ৩ লাখ ২৩ হাজার ৫৬৫ জন। আর এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ১৭ হাজার ৮৫২ জন।

শনিবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে মোট ৯৩টি পরীক্ষাগারে করোনাভাইরাস পরীক্ষা করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৩১৮টি।

গত ২৪ ঘণ্টায় যেসব নমুনা পরীক্ষা হয়েছে, তার মধ্যে ১ হাজার ৯৫০ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ১৮ শতাংশ। আর শনাক্তের বিবেচনায় সুস্থতার হার ৬৭ দশমিক ৩৩ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৭ পার্সেন্ট।

করোনা টেস্ট মৃত্যু সেব্রিনা ফ্লোরা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর