Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মসজিদে এসি বিস্ফোরণ: দগ্ধদের দেখতে হাসপাতালে নসরুল হামিদ


৫ সেপ্টেম্বর ২০২০ ১৭:৩৬

ফাইল ছবি

ঢাকা: নারায়ণগঞ্জের মসজিদে এসি বিস্ফোরণে দগ্ধদের দেখতে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালে দগ্ধদের দেখতে তিনি হাসপাতাল যান।

হাসপাতাল থেকে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত এই ঘটনায় ১৬ জন মারা গেছেন। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানতে পেরেছি। তাদের চিকিৎসার জন্য সবাই যোগাযোগ রাখছেন।’

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, ‘নারায়ণগঞ্জের ওই এলাকাটি অনেক ঘনবসতিপূর্ণ জায়গা। রাস্তার পাশ দিয়ে এলোমেলো ভাবে গ্যাসের পাইপলাইন চলে গেছে। পাইপলাইনের ওপর দিয়ে মসজিদের ফ্লোর করা হয়েছে। সেখান থেকেই গ্যাস লিকেজে বিস্ফোরণ ঘটতে পারে। তবে তদন্ত রিপোর্ট এলে বলা যাবে আসল কারণ।’

যেসব মসজিদে এরকম এসি লাগানো হয়েছে সেখানে সাবধানতা অবলম্বন করার আহ্বান জানিয়ে নসরুল হামিদ বলেন, ‘এসি বিস্ফোরণের ঘটনায় কারো গাফিলতি থাকলে ব্যাবস্থা নেওয়া হবে বলে আশা করছি।’ এসময় বিদ্যুতের কাজে নিম্নমানের তার, সার্কিট ব্রেকার ব্যবহার থেকে বিরত থাকার কথা বলেন প্রতিমন্ত্রী।

এসি বিস্ফোরণ জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু

বিজ্ঞাপন
সর্বশেষ

দু’দিনে ভারতে ৯৯ টন ইলিশ রফতানি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

সম্পর্কিত খবর