জ্বালানি বিভাগের কর্মকর্তাদের কারণে মসজিদে বিস্ফোরণ হলে ব্যবস্থা
৫ সেপ্টেম্বর ২০২০ ১৭:৪৬
ঢাকা: নারায়ণগঞ্জের তল্লা জেমস ক্লাব এলাকার বায়তুল সালাহ জামে মসজিদে বিস্ফোরণের ঘটনার পেছনে বিদ্যুৎ বা জ্বালানি বিভাগের কর্মকর্তাদের গাফলতি থাকলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিস্ফোরণে দগ্ধদের দেখতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে সাংবাদিকদের একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘নারায়ণগঞ্জের ওই এলাকা খুব ঘনবসতিপূর্ণ। তাছাড়া মসজিদের অনেক অংশ গ্যাস লাইনের ওপরে রয়েছে। এসির লাইনে শটসার্কিট হয়েও বিস্ফোরণ ঘটতে পারে। শুনেছি বিস্ফোরণের আগে নাকি বিদ্যুৎ চলে গিয়েছিল। তদন্তেই বের হয়ে আসবে বিস্ফোরণের কারণ। আমি বলবো এ ঘটনায় যদি বিদ্যুৎ বা জ্বালানি বিভাগের কোনো কর্মকর্তার গাফলতির কারণে ঘটে থাকে তবে ব্যবস্থা নেওয়া হবে।’
মসজিদে এসি বিস্ফোরণ: দগ্ধদের দেখতে হাসপাতালে নসরুল হামিদ
তিনি আরও বলেন, ‘যেসব মসজিদে এসি রয়েছে তাদের উচিৎ নিকটস্থ বিদ্যুৎ অফিস থেকে সেসব পরীক্ষা করানো। কারণ অনেকে নিম্মমানের তার, সার্কিট ব্যবহার করে থাকেন। সেসব দুর্ঘটনার বড় কারণ হতে পারে। তাই আগে থেকেই সাবধানতা অবলম্বন করা উচিত।’
উল্লেখ্য, গতকাল শুক্রবার ( ৪ সেপ্টেম্বর) রাতে এশার নামাজের সময় নারায়নগঞ্জের সদর উপজেলার তল্লা জেমস ক্লাব এলাকার বায়তুল সালাহ জামে মসজিদে বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন।