Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ছুরিকাঘাতে গাড়িচালকের মৃত্যু


৫ সেপ্টেম্বর ২০২০ ১৮:৩০

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ছুরিকাঘাতে আইয়ূব আলী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করেছিল বলে তথ্য পেয়েছে পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) গভীর রাতে নগরীর ডবলমুরিং থানার চৌমুহনি এলাকায় এই ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, নিহত আইয়ূব আলীর (৫০) বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলায়। বাসা ঢাকার মোহাম্মদপুরে। পেশায় তিনি প্রাইভেট কারচালক। চট্টগ্রাম নগরীর লালখান বাজারে তিনি গাড়ির মালিকের বাসায় এসেছিলেন।

ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) জহির হোসেন সারাবাংলাকে জানান, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে আইয়ূব আলী রিকশায় করে লালখান বাজার থেকে বারিকবিল্ডিং যাচ্ছিলেন। ওই রিকশা চালক পুলিশকে জানিয়েছেন, রিকশা চৌমুহনী অতিক্রমের সময় ছিনতাইকারীরা এর গতিরোধ করে। এসময় তারা আইয়ূবের কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নিতে পায়ের উরুতে ছুরিকাঘাত করে।

‘আইয়ূব আলী ভেবেছিলেন, আঘাত তেমন গুরুতর নয়। তিনি রিকশা চালককে বারিক বিল্ডিংয়ের গন্তব্যে নিয়ে যেতে বলেছিলেন। কিন্তু পথেই উনি মাটিতে লুটিয়ে পড়েন। তখন রিকশা চালক তাকে দ্রুত আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ঘটনার সঙ্গে জড়িত ছিনতাইকারীদের ধরতে পুলিশের অভিযান চলছে বলে পুলিশ পরিদর্শক জহির জানিয়েছেন।

ছিনতাই ছুরিকাঘাত মৃত্যু

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর