ইউএনও’র ওপর হামলাকারী নবীরুল-সান্টু ৭ দিনের রিমান্ডে
৫ সেপ্টেম্বর ২০২০ ২৩:৪০
দিনাজপুর: ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলা মামলার আসামি নবীরুল ইসলাম ও সান্টু কুমার বিশ্বাসের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় দিনাজপুরের আমলি আদালত-৭ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিশির কুমার বসু এ রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা দিনাজপুর গোয়েন্দা পুলিশের ওসি ইমাম আবু জাফর আসামিদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড চাইলে আদালত রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। তবে মামলার প্রধান আসামি আসাদুল হক পুলিশের তত্ত্বাবধানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে আদালতকে জানানো হয়।
র্যাব-১৩ সদর দফতর রংপুর থেকে এর ডিএডি বাবুল খানের নেতৃত্বে শুক্রবার দিবাগত রাত আড়াইটায় নবীরুল ইসলাম ও সান্টু কুমার বিশ্বাসকে ঘোড়াঘাট থানায় সোর্পদ করে। সন্ধ্যা ৬টায় পুলিশ আসামিদের আদালতে হাজির করেন।
উল্লেখ্য, গত বুধবার দিবাগত রাত সাড়ে ৩ টায় সরকারি বাসভবনে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন ঘোড়াঘাট থানার ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা শেখ ওমর আলী। ওয়াহিদা খানমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলেও তার বাবা রংপুরে চিকিৎসাধীন।