আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে ডা. জাফরুল্লাহ চৌধুরির শোক
৬ সেপ্টেম্বর ২০২০ ১১:১৪
ঢাকা: মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। শনিবার (০৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘বাংলাদেশের অভ্যুদয়ের সাথে সেক্টর কমান্ডার আবু ওসমানের নাম ওতপ্রতভাবে জড়িয়ে আছে। মুক্তিযুদ্ধচলাকালে রণাঙ্গনে অত্যন্ত সাহসিকতা ও দৃঢ়তার সঙ্গে তিনি নেতৃত্ব দিয়েছেন, সহযোদ্ধাদের সাহস যুগিয়েছেন। তার নেতৃত্বে অসংখ্য সম্মুখ যুদ্ধে আমাদের বীর মুক্তিযোদ্ধারা পাকিস্তান হানাদার বাহিনীকে পরাস্ত করেছে। ছিনিয়ে এনেছে স্বাধীনতার লাল সূর্য।’
শোকবার্তায় ডা. জাফরুল্লাহ চৌধুরী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এর আগে শনিবার (০ সেপ্টেম্বর) সকালে ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় সেক্টর কমান্ডর আবু ওসমান চৌধুরী মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।