অস্ট্রেলিয়ায় ‘সেক্যুলার বাংলাদেশের’ যাত্রা শুরু
৬ সেপ্টেম্বর ২০২০ ১৭:২৮
ঢাকা: সম্প্রীতির বাংলাদেশ গড়তে এবং ধর্মনিরপেক্ষ মানবতাবাদী মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বের কাছে তুলে ধরতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির অস্ট্রেলিয়া শাখা, ‘সেক্যুলার বাংলাদেশ, অস্ট্রেলিয়া (ইন্টারন্যাশনাল ফোরাম ফর সেক্যুলার বাংলাদেশ)’ নামে যাত্রা শুরু করেছে।
সিডনির রকডেল এলাকার একটি বাঙালি কনভেনশন সেন্টারে শনিবার (৫ সেপ্টেম্বর) প্রবাসী ডা. একরাম চৌধুরীর নেতৃত্বে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির অস্ট্রেলিয়া শাখার কমিটি ঘোষণা করা হয়।
অস্ট্রেলিয়া থেকে গণমাধ্যমে পাঠান বার্তায় বলা হয়, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির অস্ট্রেলিয়া শাখার কমিটি ঘোষণা অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা অংশ নেন। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া সভায় মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ ৭৫ এর ১৫ই আগস্ট নিহত শহীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
সভায় বক্তারা শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে ১৯৯২ সনের ১৯ শে জানুয়ারি গঠিত একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির প্রতিকূল যাত্রাকে স্মরণ করেন এবং সমসাময়িক বাংলাদেশের প্রেক্ষাপটে প্রবাসে এর গুরুত্ব ও তাৎপর্য বিশ্লেষণ করেন।
সভায় বক্তারা পাকিস্তানী বাহিনী এবং তাদের দোসর জামায়াতে ইসলামী, রাজাকার, আলবদর দ্বারা সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার লক্ষে অস্ট্রেলিয়ার মূল ধারার রাজনীতিবিদদের সম্পৃক্ত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। পাশাপাশি অস্ট্রেলিয়ায় বেড়ে উঠা নতুন প্রজন্মের কাছে মহান স্বাধীনতা যুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্ব আরোপ করেন।
ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির সম্প্রীতির বিশ্ব তৈরিতে ধর্মনিরপেক্ষ মানবতাবাদী মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বের কাছে তুলে ধরার জন্য নির্মূল কমিটির আন্তর্জাতিক ফোরামের ভূমিকা নিয়ে আলোচনা করেন। নির্মূল কমিটির কার্যক্রম বর্তমান বিশ্বের বেশ কয়েকটি দেশে প্রশংসিত। আমেরিকা ছাড়াও ইউরোপের বেশ কয়েকটি দেশে কার্যক্রম পরিচালিত হয়। অস্ট্রেলিয়া কমিটির কার্যক্রম ও প্রশংসিত হবে এই আশা ব্যক্ত করেন।
সভায় ডা. একরাম চৌধুরীকে সভাপতি, ফয়সাল মতিনকে সাধারণ সম্পাদক এবং শাহরিয়ার মাহবুবকে সংগঠনিক সম্পাদক করে কেন্দ্রীয় নির্মূল কমিটির অনুমোদনে অস্ট্রেলিয়া শাখার অন্যান্য সদস্যবৃন্দের নাম ঘোষণা করা হয়।
অস্ট্রেলিয়া একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি ঘাতক দালাল প্রবাস বাংলাদেশ