Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনলাইনে চবি’র ক্লাস, উপস্থিতি ৬০ থেকে ৯০ শতাংশ


৬ সেপ্টেম্বর ২০২০ ১৮:৫২

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনলাইন ক্লাস শুরু করে প্রথম দিনে ৬০ থেকে ৯০ শতাংশ শিক্ষার্থীদের উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছেন কয়েকটি অনুষদের ডিনরা। অনলাইন প্ল্যাটফর্ম জুম অ্যাপস ব্যবহার করে অনলাইন ক্লাসে অংশ নেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত মার্চ মাসের ১৮ তারিখ থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সে কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের ক্ষতি ‘পুষিয়ে নিতে’ রোববার (৬ সেপ্টেম্বর) থেকে অনলাইন ক্লাস শুরু হলো চবিতে।

বিজ্ঞাপন

কলা ও মানববিদ্যা অনুষদের ডিন ও বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মহীবুল আজিজ সারাবাংলাকে বলেন, ‘আজ থেকে ফরমাল অনলাইন ক্লাস শুরু করছি। খবর পাচ্ছি প্রায় সব বিভাগের পুরোদমে ক্লাস নেওয়া শুরু করছে। আমিও আমার বিভাগে ক্লাস নিয়েছি। প্রথমদিকে প্রায় ৬০-৭০ পার্সেন্ট শিক্ষার্থী উপস্থিতি ছিল। তবে যাদের ডাটা কম তাদের আমি দুটো বিকল্প দিয়েছি। একটা লেকচার শিট শিক্ষার্থীদের মেইলে পাঠিয়ে দিয়েছি। তারপর ৪০ মিনিটের একটা রেকর্ডিং দিয়েছি। এই বিকল্প দুটো শিক্ষার্থীদের পছন্দ হয়েছে আমারও পছন্দ হয়েছে। শিক্ষার্থীদের ডাটা কম খরচ হলো।’

বিজ্ঞান অনুষদের ডিন ও পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাসিম হাসান সারাবাংলাকে বলেন, ‘বিজ্ঞান অনুষদ থেকে প্রায় সব বিভাগ অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছে। শিক্ষার্থীদের উপস্থিতি হার প্রায় ৯০ পার্সেন্ট। আমি আমার বিভাগে প্রথম বর্ষে ক্লাস নিয়েছি ৯৬ জন শিক্ষার্থী উপস্থিত পেয়েছি। দ্বিতীয় বর্ষে ১০০ জনই উপস্থিত। এছাড়াও ফরেস্ট্রি, পরিসংখ্যান, রসায়স বিভাগে খোঁজ নিয়েছি ৯০ শতাংশের ওপরে শিক্ষার্থী উপস্থিতি পাওয়া গেছে। যেসব শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারেননি। তাদের সমস্যাগুলো বের করে বিকল্প চিন্তাভাবনা করছি।’

বিজ্ঞাপন

প্রকৌশল অনুষদের ডিন ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাশেদ। মোস্তফা বলেন, ‘আমার অনুষদে দুইটি বিভাগে রুটিন দিয়েছি ক্লাস চলছে। শিক্ষার্থীদের সপ্তাহখানেক ক্লাস করলে কোর্স শেষ হতো। তাই তারা ক্লাস করার জন্য উদগ্রীব ছিল। কারণ তারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে। আমার বিভাগের শিক্ষার্থীদের উপস্থিতি হার প্রায় ৮০ শতাংশ।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান সারাবাংলাকে বলেন, ‘জুম অ্যাপসের মাধ্যমে অনলাইন ক্লাস শুরু হয়েছে। প্রায় সকল অনুষদ থেকে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছে বলে খবর পেয়েছি।’

অনলাইন ক্লাস অনলাইন প্ল্যাটফর্ম অনুষদের ডিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জুম অ্যাপস

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর